• Uncategorized

  মুজিব সেনা লীগের  উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

    প্রতিনিধি ৩১ জুলাই ২০২০ , ৬:৪৬:৩৫ প্রিন্ট সংস্করণ

  মো: রাশেদুল ইসলাম(রাশেদ)-চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

  ঈদুল আযহা উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মুজিব সেনা লীগ শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৫  টায় জীবননগর উপজেলার ৪ নং সীমান্ত ইউনিয়নের ৭ং ওয়ার্ড খাদ্য সামগী বিতারন করা হয়।

  খাদ্য সামগ্রীর মধ্যে ছিল লাচ্ছা সেমাই ভাজা সেমাই,নুডুলস, কেজি চিনি,কন্ডেস মিল্ক,বাদাম ও কিসমিস।

  সংগঠনের প্রধান জামান খান  বলেন, করোনা কালে যারা কর্মহীন হয়ে পড়েছেন আমরা তাদের খুঁজে সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছি। আমরা মানবতার কল্যানে কাজ করে যেতে চাই। জেলা সভাপতি অাব্দুস সবুরের নেতৃত্বে  ত্রান সামগ্রী বিতরন করা হয়।

  এসময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান খান বাংলাদেশ মুুজিব সেনা লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ৪নং সীমান্ত ইউনিয়ন ৭ ওয়ার্ড আওয়ামীলীগের  সাবেক সভাপতি।

  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির বিশ্বাস ৪ নং সীমান্ত ইউনিয়ন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক,  মোঃ জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক যুবলীগ জীবননগর পৌরসভা, মোঃ সাইফুল ইসলাম  ত্রাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ মুজিব সেনা লিগ, প্রশান্ত কুমার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ মুজিব সেনা লিগ,  মোহাম্মদ জামিরুল ইসলাম আন্তর্জাতিক বিষয়ক  সম্পাদক  বাংলাদেশ মুজিব সেনা লিগ  আমিনুল ইসলাম প্রজন্ম লীগের সভাপতি, মোঃ শরিফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক সহ অারও অনেকেই।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ