• Uncategorized

  মুজিব শত বর্ষ ও অল্টারনেটিভ মেডিকেল সাইন্স সেমিনার ২০২০ ইং অনুষ্ঠিত হয় ।

    প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২০ , ৩:৫০:৪৩ প্রিন্ট সংস্করণ

   

   

  নুরনবী শাহ্ নীলফামারী প্রতিনিধিঃ

  নিরাপদ স্বাস্থ্য ও কারিগরি শিক্ষা গড়ে বেকার মুক্ত দেশ, এই স্লোগান সামনে রেখে হাসিনা অল্টারনেটিভ মেডিকেল ( এইচ এ এম এ ট্রেনিং ফাউন্ডেশন)

  মুজিব শত বর্ষ ও অল্টারনেটিভ মেডিকেল সাইন্স সেমিনার ২০২০ ইং অনুষ্ঠান করা হয় স্থান:- জন স্বাস্থ্য ইনস্টিটিউট, মহাখালী ঢাকা:- ১২১২ । ১৮ সেপ্টেম্বর,রোজ:- শুক্রবার ,৯.৩০ মিনিটে।

  প্রধান অতিথি:- প্রফেসর ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী।( মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও সমাজ কল্যাণ উপদেষ্টা, চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ড)

  প্রধান আলোচক:- প্রফেসার ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশেদ আলম।( মহা পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)

  বিশেষ অতিথি:- বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট দেলোয়ার হোসেন ভূঁইয়া।( মহাসচিব সাধনা সংসদ)

  সভাপতিত্ব করবেন:- হাজী ডাঃ মুহাম্মদ মনিরুল আলম। ( চেয়ারম্যান, এইচ এ এম এ ট্রেনিং ফাউন্ডেশন ও বি এইচ এম এ) মহা পরিচালক সেইফ হেল্প প্রকল্প।

  এ সময় সকলে হোমিও প্যাথিক চিকিৎসা ব্যবস্থা কে এগিয়ে নেয়ার জন্য বিশেষ ভাবে বক্তব্য রাখেন।

   

  আয়োজনে বঙ্গবন্ধু হোমিও প্যাথিক মেডিকেল এসোসিয়েশন ( ডি এইচ এম এ)  বাংলাদেশের সকল হোমিও ডাক্তারদের উপস্থিতে সুন্দর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  তাই আমারা মহামারীতে আতংকিত না হয়ে সচেতন হওয়া জন্য বিশেষ ভাবে বলা হয়েছে।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ