প্রতিনিধি ৪ আগস্ট ২০২০ , ৫:৫৭:১৫ প্রিন্ট সংস্করণ
সৌরভ অাহমেদ শুভ-চুনারঘাট প্রতিনিধিঃ
আজ মুক্তিযোদ্ধ মঞ্চ চুনারুঘাট সরকারি কলেজ শাখার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন অংশে বৃক্ষ রোপন কর্মসূচি ও ঈদ পূর্নমীলনি উপলক্ষে ক্ষুদ্র পরিসরে ( করোনা ভাইরাসের জন্য ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, মাওলানা মিসবাহ আহমেদ (যুগ্ন আহবাহক কেন্দ্রীয় ও ছায়া সংসদ হবিগঞ্জ – ৪ ) উপস্থিত ছিলেন তাহমিনা গাজী। ( সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা শাখা ) উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার , সাইফুল ইসলাম শিমু ,জাহাঙ্গীর তরফদার , এন এই সুবেল , আলমগীর ও মাহমুদুররব সাকিব , মারজান চৌধুরী , সুমন আহমেদ সাগর , রায়হান সরদার, মোঃ আরমান, দূর্জয় ফরাজী, সহ প্রমূখ
আয়োজনে : এম এম পারভেজ আহমেদ, (সভাপতি- মুক্তিযোদ্ধ মঞ্চ চুনারুঘাট সরকারি কলেজ শাখা )