• Uncategorized

    মুক্তিযুদ্ধ দেখিনি -লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ১১:১৭:০৩ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ-মুক্তিযুদ্ধ দেখিনি
    লেখকঃ শিহাব আহম্মেদ

    মুক্তিযুদ্ধ দেখিনি আমি—
    দেখেছি লক্ষ প্রাণের দামে কেনা
    লাল সবুজের পতাকা;
    মায়ের মুখে গল্প শুনেছি অনেক—
    কীকরে সবুজের বুকে
    রক্তেলাল বৃত্তের মাঝে
    স্বাধীনতার মানচিত্র হয়েছিলো আঁকা।

    মুক্তিযুদ্ধ দেখিনি আমি—
    দেখেছি দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা,
    যাদের শরীরে লেগে আছে আজো
    হায়নাদের নিষ্ঠুর বর্বরতার ক্ষত চিহ্ন;
    নারীপুরুষ, আবালবৃদ্ধবনিতা—

    সেদিন বাদ যায়নি কেহ!
    শ্মশান কিংবা গোরস্থানে ওরা
    সৎকার করেত দেয়নি কারো লাশ;
    শকুনকুকুরে খুবলে খুবলে খেয়েছে
    মাটিতে পড়ে থাকা নিষ্প্রাণ মৃতদেহ।

    মুক্তিযুদ্ধ দেখিনি আমি—
    দেখেছি যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে
    শ্লোগানমিছিলে রাজপথে জনতার উত্তাল ঢেউ;
    প্রদীপ জ্বালিয়ে নগ্ন পায়ে মৌন বিচরণ,
    বেদনার নীল স্রোতে বয়ে চলা নীরব রক্তক্ষরণ।

    মুক্তিযুদ্ধ দেখিনি আমি—
    দেখিনি জনতার প্রতিরোধ
    দেখেছি কোটি বজ্র মুষ্টিবদ্ধ হাতে
    আলোক দৃপ্ত বাঁধ ভাঙা উচ্ছ্বাসে
    তরুন প্রজন্মের বুকে দেশপ্রেমে জাগ্রতবোধ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ