প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৬:১২:৫৫ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ মায়া
লেখকঃ শিহাব আহম্মেদ
ভগ্নহৃদয়ে ব্যথিত চিত্তে
বিদায়ের যে হলো লগন,,
বুকের বা পাশে চিন চিনে ব্যথা-
কাদে নাকি ওই গগন…?
অনেক হয়েছে দেয়া নেয়ার মেলা
থেমে যাবে বুঝি সার্থের খেলা,,
মিথ্যে তুমি, মিথ্যে আমি
সত্য খুজি কই….??
যেতেই যদি হবে তবে
বসে কেনো রই….??
ভবের খেলায়, ভাবের মেলায়
ক্লান্ত আমার নয়ন,
তবুও কেন হায়, বেচে থাকার আশায়
আশাবাদী মন, দেখে জায় সপন।।
এই নিলয়ে সবিতা সরনে,
ছিলো যে আমার ছায়া,,
চলে যাব আজ অসীম পথে
রইবে শুধুই মায়া আর মায়া।