প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২১ , ৩:০২:৫৮ প্রিন্ট সংস্করণ
মানুমিয়ার বাজার যুব সমাজের শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ
সোনাগাজী উপজেলাধীন ৮নং আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর মানুমিয়ার বাজারে স্থানীয় যুব সমাজের উদ্যোগে (আহম্মদপুর, চরডুব্বা, চরএলাহী) গ্রামের দুঃস্থ ও অসহায় পরিবার ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে কোরআন শরীফ, কম্বল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
২৪ জানুয়ারি রবিবার বিকালে মানুমিয়ার বাজারে কোরআন শরীফ, কম্বল ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মানুমিয়ার বাজার মাদ্রাসার মোহতামিম মাওলানা ইয়াছিন কাসেমী (রায়হান), স্থানীয় সমাজসেবক মোঃ নাছির উদ্দিন, মাস্টার নিজাম উদ্দিন, জসিম উদ্দিন, আরিফুল ইসলাম, আবদুল মতিন সোহাগ।
এইসময় আরো উপস্থিত ছিলেন- সুপক চৌধুরী, ছালাহ্ উদ্দিন, হামিদুল হক বাদশা, মোঃ খাঁনসাব, আরিফুল ইসলাম, সৈকত হাজারী ও মানুমিয়ার বাজার যুব সমাজের সকল সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
মানুমিয়ার যুব সমাজের উদ্যোক্তা জসিম উদ্দিন বলেন- জুয়াখেলা, মাদক বিক্রি ও সেবন, অশ্লীল কর্মকাণ্ড ত্যাগ করে সারাদেশের যুব সমাজ যদি এমন মহতি উদ্যোগ গুলো গ্রহন করে। গরীব, অসহায় পরিবার, এতিম ছাত্রছাত্রী সহ দরিদ্র জনগোষ্ঠীর সাহায্যে এগিয়ে আসেন এমন অনুরোধ ও উদাত্ত আহ্বান জানাচ্ছি।