• Uncategorized

    মানিকগঞ্জ জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুঃসাহসিক চুরি।

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২০ , ৩:০৫:৪৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ আরিফুর রহমান অরি-মানিকগঞ্জ প্রতিনিধিঃ

    মানিকগঞ্জ জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ কহিনূর ইসলাম সানির পৈতৃক ভিটা সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের ফাঁকা বাড়িতে গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে তাদের পরিবারের সাময়িক অনুপস্থিতেতে এ চুরির ঘটনা ঘটে বলে কহিনূর ইসলাম সানি নিশ্চিত করেন।তিনি বলেন, আলমারি ভেঙ্গে তার স্ত্রীর ১০-১২ ভরি স্বর্ণালংকার ও বাবা দলিল লেখক হাজি আব্দুস সামাদের আলমারিতে রাখা নগদ ২ লাখ টাকা, সিলিং ফ্যান, জামা-কাপড় ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ করবেন বলেও তিনি জানান।এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) আবুল কালাম বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।উল্লেখ্য, ওই বাড়িতে ইতিপূর্বে একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ