• Uncategorized

    মানিকগঞ্জে মহানবী (সা:) কে অবমাননা করায় বিক্ষোভ

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২০ , ২:২৬:২৯ প্রিন্ট সংস্করণ

    মো আরিফুর রহমান অরি-মানিকগঞ্জ প্রতিনিধিঃ

    ফ্রান্সে মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা, ব্যঙ্গচিত্র প্রর্দশনীর প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকালের দিকে সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড হতে শহীদ রফিক সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন।মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খালপাড় এলাকার শহীদ রফিক চত্ত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদ সমাবেশে ঘিওর হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ফখরুদ্দীন, মিতরা নূরুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা সাঈদ নূর, বাস্তা মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল বাতেন ও তাহফীদুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মুরাদ হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

    প্রতিবাদ সভায় মহানবী (সাঃ)কে অবমাননা,ব্যঙ্গচিত্র প্রর্দশনী ও মুসলিম নির্যাতনসহ বিভিন্ন মিডিয়াতে ইসলামী সংস্কৃতি নিয়ে বিদ্বেষ ছড়ানোকারীদের শান্তির দাবী করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ