• Uncategorized

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হলেন এইচ অার রুবেল 

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৫:২৩:৫৮ প্রিন্ট সংস্করণ

    এম এস এফ- নিউজ ডেক্সঃ

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর কেন্দ্রীয়  কমিটির সাধারণ সম্পাদকঃ হলেন এইচ অার রুবেল” ,মানুষের জন্য মানবতা, মানবতার জন্যই মানুষ’ এই স্লোগান কে সামনে রেখেই অামাদের পথচলা একটি অরাজনৈতিক ও অাত্বমানবতা মূলক একটি সংগঠন MSF।

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (MSF) এর কেন্দ্রীয় কমিটির সকল সদস্য বৃন্দ তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য সহ জেলা কমিটির দায়িত্বে সভাপতি পদে তার সেবা মূলক কার্যকম পরিচালনা করার জন্য দীর্ঘঅায়ু সহ তার সার্বিক মঙ্গল কামনা করেন যেনো MSF এর অাত্বমানবতা মূলক এই অরাজনৈতিক সংগঠন অারও যেনো উন্নয়ন হয় এবং অসহায়ত্বদের পাশে থাকতে পারে সর্ব সময়ে সবার পাশে।

    জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সবসময় আমাদের MSF টিম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা শুধু কভিড-১৯ নিয়েই কাজ করছি না,চিকিৎসার অভাবে যারা ভুগছেন আমরা সর্বদা আছি আপনাদের পাশে।

    চিকিৎসা সম্পর্কিত যে কোন সমস্যা আমাদের হট লাইনে কল দিন ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করবো । আপনার প্রয়োজনে আমাদের স্বেচ্ছাসেবী টিম সদাজাগ্রত।

    ?যাদের রক্ত প্রয়োজন আমাদের সহযোগিতা নিন

    ?হাসপাতালে যারা ভর্তি হতে  চাচ্ছেন কিন্তু পারছেন না তারা আমাদের সহযোগিতা নিন।

    ?যারা প্লাজমা পাচ্ছেন না তারাও আমাদের সহযোগিতা নিন

    ? ডাঃ এর সাথে পরামর্শ পেতে আমাদের সহযোগিতা নিন

     

    আমরা যেসকল কাজ নিয়ে গুরুত্বারোপ করছি-

    *রক্তদান

    *বাল্য বিবাহ্

    *শিক্ষা

    * খাদ্য

    *চিকিৎসা

    *পরিবেশ

    *অসহায়ত্বের কথা

    আমাদের এই সেবাগুলো সচল রাখতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

    ধন্যবাদান্তেঃ চেয়ারম্যান MSF

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ