প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ১১:৪৭:৪৯ প্রিন্ট সংস্করণ
মানব দেহ
লেখিকা-ফাহিমা অাক্তার জুলিয়া
মানব দেহে তোমার কিসের এত বড়াই?
এ দেহ তো তোমার আড়াই দিনের লড়াই।
যখন তুমি জন্ম নাও পৃথিবীর মাঝে,
নতুন রুপে গ্রহন করে শিশুর সাজে।
আজ তুমি যে হাতে হচ্ছো পরিপাটি,
কাল হয়তো থাকবে সেই বাহুতে মাটি।
জানি হায় হচ্ছো তুমি ভালবাসার কাঙাল
একদিন সেই ভালবাসার মাটিতে থাকবে জঞ্জাল।
এখন তুমি যেই রুপে করছো অহংকার
মৃত্যুর পর সেই রুপই তোমায় দিবে ধিক্কার।
হাত বলবে কি অর্জন করেছো আমার দ্বারা?
পা বলবে কোথায় গিয়েছো দাও এখন সাড়া।
মন বলবে কাদের ভালবেসে হয়েছিলে দিশেহারা?
আসছে না বাঁচাতে তোমায়,কোথায় এখন তারা?
জবাবে বলবে তুমি, দেখো রুপ আমার।
তোমাদের দ্বারা সকল বিপদ থেকে হয়েছি পারাপার।
এখন কেনো চাইছো জবাব
আমার কি রুপের অভাব?
আত্না বলবে থাকো তুমি রুপ দেহ নিয়ে
আমি যাচ্ছি বাতাস হয়ে আকাশের ই নীড়ে।
মাটিতে পচে গলে হয়ে যাও একাকার
এ মানব দেহ নিয়ে আমি অহংকার করতে বারন করেছি বারবার।
কিসের এ দেহ সবই ত মাটি
এখন হাজার চেষ্টা করেও হবে না তো খাটি।
মানব দেহ মানব দেহ
সবাইকে তুমি করলে হেয়
এখন তুমি হয়েছো নিঃশেষ
আর আছে কি তোমার কোনো পরিশেষ?