প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২০ , ৬:০০:০৮ প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী জেলা প্রতিনিধি-ইমন ইসলাম অভিঃ
মানবতা ব্লাড ফাউন্ডেশন খানগঞ্জ,(বেলগাছি)
এর প্রথম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত
আলোচনা সভায় বক্তৃতা প্রদানকালীন, রক্তদান এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা ও দিক নির্দেশনা দিয়েছেন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব – এর সন্মানিত প্রতিষ্ঠাতা,।
প্রিয় ছনিয়া আক্তার Smrity বক্তবে বলেন মানবিক সংগঠন,রক্তদানের সংগঠন হোক প্রতিটা জেলায়,উপজেলা,ইউনিয়ন, এমনকি ওয়ার্ড পর্যায়ে।মানবিক কাজ ছড়িয়ে পড়ুক সবার মাঝে,রক্তের অভাবে যেনো ঝড়ে না পড়ে একটি প্রান এটাই আমার চাওয়া এবং প্রত্যাশা।
ইনশাআল্লাহ আমার প্রত্যাশা পূরণে কাজ করবে আমাদের মতো প্রতিটা স্বপ্নবাজ তরুণ-তরুণী।স্বেচ্ছাসেবী তৈরি হোক প্রতিটা ঘরে ঘরে।