প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২১ , ৮:০২:৩২ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ জেলার কৃতি সন্তান, শিফা বিনতে আকছির স্বেচ্ছাসেবী সমাজিক সংগঠন তারুণ্যের রক্তদান ফাউন্ডেশন এর মডারেটর। তিনি ছোটবেলা থেকেই সুবিধা বঞ্চিত,অসহায়,মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছেন, মানুষকে রক্তদানে উৎসাহিত করে আসছেন এবং নিজে নিয়মিত রক্তদান করেছেন ।
তার জন্মদিনে ফেসবুক, ম্যাসেঞ্জার,মুঠোফোনসহ সরাসরি যারা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এছাড়া তার জন্মদিন উপলক্ষে সকল পেশাজীবি মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। সকলের সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করে নিজের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।