প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২১ , ১২:৫০:০২ প্রিন্ট সংস্করণ
মাধবপুরে ট্রাক চাপায় শিশু নিহত হবিগন্জের মাধবপুরে ট্রাক চাপায় শিফা আক্তার(৭) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিফা আক্তার উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর(রতনপুর) গ্রামের বাহার মিয়ার মেয়ে। বুধবার (৭ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার গ্যাসফিল্ড নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, মেয়েটি মহাসড়ক পারাপাড় করতে গেলে সিলেটগামী একটি ড্রামট্রাক তাকে চাপা দেয়ে। এতে ঘটনা স্থলেই মেয়েটি মারা যায়। খবর পেয়ে ট্রাকটিকে আটক করেছি। এদিকে,উত্তেজিত জনতা ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দু’পাশে র্দীঘ যানজট সৃষ্টি হয়।