প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২১ , ১:৩৩:৩৪ প্রিন্ট সংস্করণ
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা ও মহানগর যুব মহিলা লীগ।
রোববার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যুব মহিলা লীগ নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসমীহ বিনতে স্বর্ণা, অর্থ সম্পাদক মিনারা চৌধুরী, মহানগর যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার রীনা, জেলা সদস্য তাহমিনা তাসনিম, ফরিদা বেগম, মমতা রানী, আফসানা মীম, আছমা বেগম, মহানগর সদস্য মনি আক্তার, সাজেদা আক্তার, রত্না বেগম, তাহমিনা আক্তার, তিন্নি ইসলাম, রুনা, প্রিয়া, জাহানারা, হাসিনা, জুমা, তান্নী, শিউলী, নাজমাসহ প্রমুখ।