প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২১ , ৪:৫৩:৪৪ প্রিন্ট সংস্করণ
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন, ৭১ বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধ; সাংবাদিক দিদারুল আলম (জিসান), সাংবাদিক ও এডিটর, নুর মোহাম্মদ, জনতার বানীর মহেশখালী উপজেলা প্রতিনিধি; মোঃ আবু বক্কর ছিদ্দিক, বাংলাদেশ বার্তার কক্সবাজার জেলা প্রতিনিধি ও তরুণ সাংবাদিক মোস্তফা কামাল (সোহাগ), ৭১ বাংলা টিভির ক্যামরাম্যান নজিবুল আলম, নিরপেক্ষ বার্তার মহেশখালী উপজেলা প্রতিনিধি ও তরুণ সাংবাদিক সাজেদুল মোস্তফা সহ প্রমুখ।এই সময় আব্দুল হাই বলেন, মহেশখালী ক্রাইমজোন এলকা থেকে সকল অপকর্ম দূরিভূত করণে প্রচেস্টা চালাবো ইনশাআল্লাহ।