• Uncategorized

    মহেশখালী কালারমারছড়া ভূমি অফিসার মোঃজয়নাল আবেদীন আটক ঘুরে বেড়াচ্ছে মোঃ ফয়সাল

      প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২১ , ৪:২১:০২ প্রিন্ট সংস্করণ

    মহেশখালী কালারমারছড়া ভূমি অফিসার মোঃজয়নাল আবেদীন আটক ঘুরে বেড়াচ্ছে মোঃ ফয়সাল

    মহেশখালী কালারমারছড়া ভূমি উপ-সহকারী কর্মকর্তা দুর্নীতি দায়ে চট্টগ্রাম জিইসি মোড় এলাকা থেকে তাকে অভিযান চালিয়ে কালারমারছড়া ভূমি অফিসের তহসিলদার মোঃ জয়নাল আবেদীনকে গ্রপ্তার করেন দুদক এর পর থেকে লুকিয়ে থাকে ঝড়ুদার এর ছেলে মোঃ ফয়সাল ।

    খাবর নিয়ে জানাযায় বিভিন্ন সূত্রে জানতে পারলাম দাখিলা মোটা অংকের টাকার কাজ নিয়ে তহসিলদার মোঃজয়নাল আবেদীন ফয়সাল কে দিয়ে কাজ করাতেন আরো জানতে পারলাম ফাইলের কাজ ও করতেন।

    আইনের চোখ কে ফাঁকি দিয়ে এখন ও ঘুরে বেড়াচ্ছে। মোঃ ফয়সাল আরো জানতে পারলাম অধিক গ্রহণ থেকে কালীগং মৌজা ঝাপুয়া মৌজা ইউনিছখালী মৌজা থেকে মোটা অংকের জায়গা কিনেন মোঃ জয়নাল আবেদীন তার সাথে জড়িত ও মোঃ ফয়সাল।

    ০১৮৭৭৪৭৭৮৫৯
    এই মোবাইলে রেকর্ড পাওয়া যাবে
    ২০১৮-২০২০ইং।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ