প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২১ , ৫:১৫:৫০ প্রিন্ট সংস্করণ
মহেশখালীতে সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের শুভ উদ্ভোধন করেন-পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া
দ্বীপ উপজেলা মহেশখালীর অন্তর্গত মহেশখালী পৌরসভার দক্ষিণ হিন্দুপাড়ায় সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের শুভ উদ্ভোধন করেন প্রদান অতিথি- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য,মহেশখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক,আধুনিক মহেশ খালী পৌরসভার উন্নয়নের রূপকার পৌর মেয়র,
আলহাজ্ব মকছুদ মিয়া।
উদ্ভোধনী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-
বাংলাদেশ অদ্বৈত-অচ্যুত মিশন এর সাধারণ সম্পাদক হিনময় ধর।
২৮ শে ফেব্রুয়ারী (রবিবার) সকালে মহেশখালী পৌরসভার দক্ষিণ হিন্দুপাড়ার সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান সন্তোষ কুমারের সভাপতিত্বে,মহেশখালী উপজেলার পূজা উৎযাপন পরিষদ সাধারণ সম্পাদক ও মহেশখালী পৌর আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক- প্রণব কুমার দে
এর সঞ্চালনায় অদ্বৈত-অচ্যুত মিশন হিন্দুপাড়া গোরকঘাটা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ভুবন চন্দ্র,শিক্ষাবিদ দিলিপ কুমার দাশ,সাবেক মহিলা কাউন্সিলর প্রীতিকর্ণা শর্মা,কাউন্সিলর ডাঃ রতন কান্তি দে,কাউন্সিলর সনজিত চক্রবর্ত্তী,সাবেক কাউন্সিলর প্রণব দে (ঈদুল)।
মহেশখালীর ধর্মীয় নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন
ও ভক্তকূল গণ উপস্থিত ছিলেন।
মন্দিরটি পুণঃ নির্মাণের জন্য,দানবীর হিসেবে খ্যাত মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মেয়র মকছুদ মিয়ার
সার্ভিক তত্ত্বাবধানে প্রায় ৩০লক্ষ টাকা নিজস্ব তহবিলের অর্থায়নে মন্দিরের কাজ সম্পন্ন করেন।
পুণঃ নির্মিত গোরকঘাটা হিন্দুপাড়া সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির এর উদ্ভোধন উপলক্ষ্যে গুরু পরম্পরার সু-যোগ্য উত্তরসূরি ঋষিধাম অধিপতি ও তুলসীধাম এর মোহন্ত মহারাজ শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী(পুরী) মহারাজের শুভ আগমনে ১৪ ও ১৫ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ,গত ২৬শে ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত
মহেশখালী পৌরসভাস্থ গোরকঘাটা হিন্দুপাড়া সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে অদ্বৈত-অচ্যুত মিশন গোরকঘাটা হিন্দুপাড়া শাখার উদ্যোগে শ্রী শ্রী গুরুপুজা,গীতাযজ্ঞ,ভোগারতি,দীক্ষাদান,ভাগবতীয় আলোচনা ও মনোজ্ঞ ধর্মীয় সঙ্গীতাঞ্জলী এবং বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।