প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ১১:১২:২২ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ-“মহা বিপ্লব”
লেখকঃ শিহাব আহম্মেদ
কবিতার ভাষায় করছি প্রকাশ
আপন দুঃখ-ব্যথা
বাংলা নামের দেশ পেয়েছি
পেলামনা স্বাধীনতা।
যে সমাজে টাকা পেলেই
সাত খুন হয় মাফ
আপন জনকে পর করে দেয়
ইবলিশকে ডাকে বাপ।
ক্ষমতার দাপটে টাকার বলে
করে শত অপরাধ
নিজেকে আবার নেতা ভাবে
হলে গভীর রাত।
লোভের নেশায় ছুটছে পিছু
মনুষত্ব বিক্রি করে
মানুষ কিভাবে জানোয়ার হয়
দেখলাম বিশ্ব ঘুরে।
সত্য কথা বলতে গেলেই
লোকের দুশমন হই
চলছে এখন অন্যায়ের রাজ্য
কেমনে চুপ রই!
আসুক যতই বাধা-তুফান
থামছিনা আমি আর
“মহা বিপ্লব”হৃদয়ে বহে
রুখবে সাধ্য কার!