• Uncategorized

    মহাদেবপুরে জাতীয় ভোটার দিবস পালিত

      প্রতিনিধি ২ মার্চ ২০২৩ , ৫:১৯:৩২ প্রিন্ট সংস্করণ

    এস এম শামীম হাসান মহাদেবপুর প্রতিনিধি

    নওগাঁর মহাদেবপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম। তিনি জানান, এই উপজেলায় বর্তমানে নীট ভোটার পুরুষ এক লক্ষ ৩৪ হাজার ৬৭৭ জন ও মহিলা এক লক্ষ ৩৩ হাজার ২৩৬ জনসহ মোট দুই লক্ষ ৬৭ হাজার ৯১৩ জন। এছাড়া ১৮ বছরের নীচে তালিকাভূক্ত করা হয়েছে পুরুষ তিন হাজার ৭০ জন ও মহিলা এক হাজার ৯৯৫ জনসহ মোট পাঁচ হাজার ৬৫ জন। স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে দুই লক্ষ ১১ হাজার ৬৭২ জনের এবং বিতরণ করা হয়েছে এক লক্ষ ৯৪ হাজার ৮১৮ জনের। নতুন ভোটার হয়েছেন ১৭ হাজার ৩৭২ জন। ভোটারের ঠিকানা স্থানান্তর করা হয়েছে তিন হাজার ৫৩১ জনের। জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়েছে এক হাজার ৭৭৭ জনের। হারানো জাতীয় পরিচয় পত্র নতুন করে দেয়া হয়েছে এক হাজার ১২৩ জনের। শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রদক্ষিণ করে।
    এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেন, বর্তমান সরকারের আমলে সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভোট পরিচারনা করছেন।

    আরও খবর

    কুষ্টিয়া জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির কুষ্টিয়া জেলা শাখা সভাপতি উপর হামলা।

    বিশ্বনাথে এ এ ট্রাষ্ট ইউকের উদ‌্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ সম্পন্ন

    চলচিত্র জগতের অন্যতম সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরন শুরু !!

    নারায়ণগঞ্জ  রূপগঞ্জে শ্রমিক ধর্ষন থানায় মামলা ধর্ষক গ্রেফতার

    সলঙ্গায় নামাজ পড়া অবস্থায় সিলিং ফ্যান ছিড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ঘোড়াঘাট পৌরসভা গাইবান্ধা মরে মহানবী রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কে ফ্রান্সে ব্যঙ্গ করায় এক রেলি এবং মানববন্ধন করা হয়েছে।

                       

    জনপ্রিয় সংবাদ