প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২০ , ১:৫৯:৪৮ প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ আসাদ-বকশীগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বায়তুস সালাম জামে মসজিদে এসি বিস্ফোরণ হয়ে ইতোমধ্যে ১৬ জন নিহত প্রায় অর্ধ শতাধিক মুসল্লি গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামালপুর জেলা,বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনবন্ধু নূর মোহাম্মদ ।
শনিবার (৫ই সেপ্টেম্বর ২০২০) এক বিবৃতিতে জনবন্ধু নূর মোহাম্মদ বলেন, মানবজাতির পবিত্র স্থান মসজিদ, মুসলিম জাহানের শ্রদ্ধা এবং ভালোবাসার স্থান মসজিদ,। সে পবিত্র স্থানে এমন দুর্ঘটনা খুব বেদনাদায়ক। নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ হয়ে যে সমস্ত মুসল্লীয়ানে শহীদ এবং আহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। সাথে সবার জন্য দোয়া করছি, মহান আল্লাহ সকল শহীদদের জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দান করুক এবং আহতদের খুব তাড়াতাড়ি সুস্থতা দান করুক।