• Uncategorized

  মরমী কবি পাগলা কানাইয়ের ১৩১ তম মৃত্যুবার্ষিকী পালন

    প্রতিনিধি ১২ জুলাই ২০২০ , ৮:৩৬:৩০ প্রিন্ট সংস্করণ

  আনোয়ার হোসেন-ঝিনাইদহ প্রতিনিধিঃ

  ঝিনাইদহের মরমী কবি পাগলা কানাইয়ের ১৩১তম মৃত্যুবার্ষিকী সামাজিক দুরত্ব বজায় রেখে বেড়বাড়ী তার মাজারে পালন করা হয়েছে।

  এ উপলক্ষে সকালে সদরের বেড়বাড়ি গ্রামে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ।পরে সেখানে বিশেষ দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

  সেসময় ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.আব্দুর রশীদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: বদরুদ্দোজা শুভ, পাগলাকানাই ইউপি চেয়ারম্যান এ.কেএম নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরমী কবির জীবন-কর্ম নিয়ে আলোচনা ও শেষে পরিবেশিত হয় কবির রচিত গান।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ