প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২০ , ১২:৩৮:৪৬ প্রিন্ট সংস্করণ
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহের শম্ভূগঞ্জে চালককে অজ্ঞান করে অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভূগঞ্জ বাজারে এঘটনা ঘটে। অসুস্থ অটো রিক্সা চালক মো. মনসুর মিয়া (২৪) কে বাড়িতে প্রাথমিক চিকিৎস দেয়া হচ্ছে।
চালককে কোমল পানীয়র সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে অটো রিক্সা ও সাথে থাকা মোবাইলসহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং ইউনিয়নের পূর্ব শালীহর গ্রামের মো. বাচ্ছু মিয়ার ছেলে।
জানা গেছে, বুধবার বিকেলে গৌরীপুর উপজেলার
বাস স্ট্যান্ড থেকে অজ্ঞাত দুই যাত্রী শম্ভূগঞ্জ মাজারে যাওয়ার কথা বলে মনসুর মিয়ার অটো রিক্সা ভাড়া করে। এরপর সদর উপজেলার শম্ভূগঞ্জ মাজারের কাছে ওই দুই যাত্রী অটো চালক মো. মনসুর মিয়াকে কমল পানীয় খওয়ায়।
এর কিছুক্ষনের মধ্যে মনসুর মিয়া অচেতন হয়ে পড়লে তাকে সদর উপজেলার চুরখাই নামক স্থানে ফেলে দিয়ে যাত্রীবাহী ওই দুই ছিনতাইকারী অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা মনসুর মিয়াকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারের লোকজনকে খবর দেয়। পরে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মনসুর মিয়াকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।