• Uncategorized

  ময়মনসিংহে কনটেন্ট রাইটিং ও পোস্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

    প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ৯:২৮:৩৪ প্রিন্ট সংস্করণ

  গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।

  ময়মনসিংহে স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ এর আয়োজনে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায়, মময়মনসিংহ নগরীর কালীবাড়ির নিজ ডেন প্রাঙ্গণে কনটেন্ট রাইটিং ও পোস্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

  এ আয়োজনে উপস্থিত ছিলেন গ্রুপের সভাপতি মো. রফিকুল ইসলাম, সম্পাদক এস এম এমরান সোহেল, পিআরএস স্কাউট ইউনিট লিডার এডভোকেট মতিউর রহমান ফয়সাল, পিএস রোভার স্কাউট লিডার মো. রেজাউল করিম, পিআরএস।

  কনটেন্ট রাইটিং ও পোস্টিং বিষয়ক কর্মশালার মূল উদ্দেশ্য ছিল সঠিকভাবে অনলাইনে স্কাউটিং সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা এবং নির্ভুল ও  তথ্য নির্ভর পোস্ট করা। যাতে সর্বস্তরের জনগণ স্কাউটিংয়ে যোগদান করতে আগ্রহী হয়।

  কর্মশালায় অধিবেশন পরিচালনা করেন, বাংলাদেশ স্কাউটস এর মিডিয়া টিমের সদস্য ও গ্রুপের সিনিয়র রোভার মেট (ক দল) মো. সাকিব, পিএস এবং সহকারী রোভার মেট মো. নূরে আলম পূর্ণ চৌধুরী।

  কর্মশালায় গ্রুপের স্কাউট, রোভার ও গার্ল ইন রোভার সদস্যরা অংশগ্রহণ করেন। সবশেষে, সকলের মঙ্গল কামনা করে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ