প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৫:১৭:০১ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ-মনের ভিতর গল্পটা
লেখকঃ সিহাব আহম্মেদ
বেলা শেষে মৃদু হেঁসে বিকেলের রোদ গেছে দূরে
নীড় হারা পাখি তখন গায় গান এলোমেলো সুরে!
হেঁটে হেঁটে যেতে হয় যে মামার বাড়ি বহুদূর দেশে
প্রকৃতির সীমান্তে সীমান্তে সমস্ত কোলাহল থেমে!
আজো মনে পড়ে শীতের সকাল অথবা বিকেলটা
যেখানে প্রকৃতির ফাঁকে ফাঁকে জনমানব চলেনা!
আজিকার মতো এত যান্ত্রিক গাড়ি তখন ছিলনা
ভয়ঙ্কর সব ডাকাতরা ওৎপেতে রত সকাল সন্ধ্যা!
একবার ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা দিয়ে ফিরছিলাম
রাঢ়ীকান্দি টেক্সার মতলব উত্তরের ডাকাতি ফাঁদ!
ভয়ে কাঁপছিলাম পাশে গুরু সহোদর মুরাদ ভাই
ডাকাতরা ভয়ে পালাল চেহারা দেখে এক নজর!
কিংকর্তব্যবিমূঢ় আমি ভাবলাম কী ব্যাপার হটাৎ
দু’জন মানুষ আমরা ডাকাতরা দিলে কে ভো দূর?
পরে জানলাম তরুন ডাকাতরা ভাইকে খুব চিনত
সখের বশে সন্ধ্যায় দূর পথচারির মাল লুটে নিত!