প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ১:৩৭:৪৩ প্রিন্ট সংস্করণ
মো.তুহিন ফয়েজঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণার খবর নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মোঃ তোফায়েল হোসেন।
এ বছরের ১২ মার্চ মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩সেপ্টেম্বর, বাছাই ২৬সেপ্টেম্বর ও প্রত্যাহার ৩ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৪অক্টোবর।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৪সেপ্টেম্বর নির্বাচন কমিশনের উপ সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
এদিকে দুপুরে মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মোঃ আবু জাহের বলেন,করোনা মহামারির কারণে পদটি শূন্য হওয়ার ৭ মাস পর উপ- নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।