• Uncategorized

  মতলব উত্তর ষাটনল ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতণ

    প্রতিনিধি ১০ মার্চ ২০২১ , ২:২৬:০১ প্রিন্ট সংস্করণ

  : মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে৷
  গতকাল ১০ মার্চ বুধবার সকালে ষাটনল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১হাজার ২৮ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে প্রতি মাসে ৪০ কেজি করে ২ মাসের মোট ৮০ কেজি করে এ চাউল বিতরণ করা হয় ৷

  এ সময় উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার ও মতলব উত্তর উপজেলা সমবায় কর্মকর্তা মো.ফারুক আলম,ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফ উল্লাহ,ভারপ্রাপ্ত সচিব বশির, ইউপি সদস্য মো. শাহজাহান মিয়া,খোরশেদ আলম,মো. বোরহান, ফুলচান বর্মণ, মানিক মিয়া,দারুল ইসলাম মহিলা ইউপি সদস্যা সেফালি বেগম ও মোল্লিকা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ