• Uncategorized

  মতলব উত্তর মোহনপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে  প্রস্ততিমুলক সভা

    প্রতিনিধি ৪ আগস্ট ২০২০ , ১১:৪২:৩৮ প্রিন্ট সংস্করণ

  মো.তুহিন ফয়েজঃ

  মতলব উত্তর মোহনপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে  প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে ৷

  ৪ আগস্ট মঙ্গলবার সকালে মোহনপুরে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস-২০২০ পালন  উপলক্ষে প্রস্ততিমুলক সভায় মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ হাই প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাক হুমায়ুন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিশিস্ট শিল্পপতি, সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা কাজী মিজানুর রহমান,

  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-  ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করবে দিনটি।

  ১৯৭৫ সালের শোকাবহ এই কালো দিবসে ভোররাতে  ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা ও কেন্দ্রীয় আওয়ামীলীগ যে নির্দেশ দিবে সেই নির্দশ  মোতাবেক আমরা মোহনপুরে  ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২০  পালন করব  ৷

  এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সদস্য রাধেশ্যাম শাহা (চান্দু বাবু,) মোহনপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এবাদুল হক মৃধা, শ্রমিক লীগের সভাপতি হেলাল সরকার,মতলব উত্তর উপজেলা যুবলীগ নেতা কাজী হাবিবুর রহমান, মোহনপুর ইউনিয়ন  কমিউনিটি পুলিশিং এর সভাপতি কাজী মাহবুবুর রহমান , আওয়ামীগ নেতা আবু হানিফ প্রধান, কাজী গোলাম হোসেন, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির ,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিন, মোহনপুর ইউনিয়ন মহিলালীগের সভানেত্রী মানছুরা হাওলাদার , ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি , উজ্জল মৃধা, সাধারণ সম্পাদক কাজী  রুমান, ২ নংওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন,সাধারণ সম্পাদক শামীম সহ আওয়ামীলীগ ও অংঘ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ