• Uncategorized

    মতলব উত্তর এখলাছপুর জহিরাবাদ ও মোহনপুরের চরাঞ্চলে বন্যায় ব্যাপক ক্ষতি 

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২০ , ১২:৩৭:০০ প্রিন্ট সংস্করণ

    মো.তুহিন ফয়েজ:

    বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। বন্যা একটি সাংবার্ষিক দুর্যোগ এবং প্রতি বছর এ দুর্যোগে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এ বছর বন্যায় ক্ষতির পরিমাণ গত কয়েক বছরের চেয়ে বেশি। বন্যার পানি দীর্ঘ সময় ধরে আটকে থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি চাঁদপুর এ জেলার মতলব উত্তর উপজেলার জহিরাবাদ বড় পিট, এখলাছপুর বড় পিট ও মোহনপুর বড় পিট সহ  বেশ কয়েকটি ইউনিয়নে  মাছের খামারের  ব্যাপক ক্ষতি হয়েছে। মাছ ও পোনা ভেসে যাওয়ায় মাছের খামার ও পুকুরগুলো মাছ ও পোনাশূন্য হয়ে পড়েছে।

    এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোছাদ্দেক হোসেন  মুরাদ জানান- বন্যায় এখলাছপুর ইউনিয়নের বড়পিট ইব্রাহীম হুজুরের  ১টি, বাবুল বেপারীর ১টি,ও মিজানের  ১টি বড়পিট , চরে সুলতান বেপারীর ১টি পুকুর  সহ অনেক মানুষের  মাছের খামারের বাধঁ ভেঙ্গে ও বাধঁ পানিতে তলিয়ে বন্যার পানির সাথে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে

    এতে  মাছের খামারীরা  ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায়  এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। হাট- বাজার ,স্কুল সহ বিভিন্ন অবকাঠামোর ক্ষতিও বিপুল। বন্যায়  বহু কৃষকের মেরুদন্ড ভেঙে দিয়েছে।

    স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাস্তা-ঘাটের যে ক্ষতি হয়েছে তা মেরামত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন । বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে মানুষের বেশি ক্ষতি হয়েছে ৷ বন্যার কারণে  এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে সড়কগুলোর বেহাল দশা চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে  ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।  ভোগান্তিতে পড়েছেন  হাজার হাজার মানুষ।

    বোরচর মুরাদ মিয়ার বাজার হতে নলকান্দি পর্যন্ত

    ৫কিলোমিটার,শাহজালালের বড়ী পর্যন্ত ৪ কিলোমিটার,নান্নু সরদারের বাড়ী পর্যন্ত ৩ কিলোমিটার এবং দক্ষিণ বোরচর বাজার হতে  মেঘনা গুচ্ছগ্রাম পর্যন্ত ১ কিলোমিটার মেঘনা সড়ক সহ বহু রাস্তার  ইটের সলিং ও কাচাঁ রাস্তার বহু অংশ ভেঙ্গে গেছে এবং বিভিন্ন স্থানে রাস্তা বন্যার পানির সাথে ধসে পড়েছে ৷

    বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত করা জরুরী হয়ে পড়েছে আমি সংশ্লিস্ট কর্তৃপক্ষের দৃস্টি কামনা করছি ৷

    মতলব উত্তর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক জানান এবছর বন্যায় কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গত ১০ বছরেও কৃষকরা এত ক্ষতিগ্রস্ত হয় নাই ৷ এ ক্ষতি পুষিয়ে কৃষি কাজে ফিরতে কষ্টসাধ্য হয়েপড়েছে  কৃষকরা ৷

    জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন মোল্লিক জানান- জহিরাবাদ ইউনিয়নের চরাঞ্চলে চরউমেদ বাজারের সাথে  ৫৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মীত একটি ব্রিজের একাংশ মাটির নিচে দেবে গেছে এ ছাড়া ৪,৫, ৬,৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা,ইটের সলিং এর রাস্তা বহু অংশের  মাটি  বন্যার পানিতে সড়ে গেছে এবং বিভিন্ন স্থানে রাস্তা ভেঙ্গে গেছে ৷

    এছাড়াও স্কুল, হাট বাজার, জহিরাবাদ বড়পিট শিপন মোল্লিকের ১টি বড়পিট,১টি পুকুর  ও বাচ্চু মিয়াজির ১টি বড়পিট,স্বপন মোল্লিকের ১টি পুকুর সহ  বহু মাছের খামারের বাধঁ ভেঙ্গে এবং বাধঁ পানিতে তলিয়ে মাছের খামার হতে লক্ষ লক্ষ টাকার মাছ পানিতে ভেছে গেছে ৷কৃষকের ফসলি জমি সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যপক ক্ষতি হয়েছে ৷ চরউমেদ বাজার হতে বোরচর,কাচিকাটা,নলকান্দি যাওয়ার রাস্তাগুলো চলাচলের অনুপযোগী  পহয়ে পড়েছে

    আগামীতে রাস্তা-ঘাট সংস্কার করা না হলে মানুষের যাতায়াতের  বিকল্প কোন পথ থাকবেনা ৷ তাই  বন্যার পানি সড়ে যাওয়ার সাথে সাথে মানুষের যাতায়াতের  সুবিদার্থে  রাস্ত- ঘাট সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে  সংশ্লিস্ট কর্তৃপক্ষের দৃস্টি কামনা করছি৷

    মোহনপুর ইউনিয়নের কাজী মতিউর রহমান মতিনের ৩টি  বড়পিটে মাছের খামারের বাধঁ ভেঙ্গে এবং বাধঁ পানিতে তলিয়ে প্রায় কোটি টাকার মাছ বন্যাৱ পানির সাথে ভেসে গেছে ৷ এছাড়াও বহু লোকের মাছের খামারের বাধঁ ভেঙ্গে পানিতে মাছ ভেসে গেছে ৷

    মৎস্য বিভাগের তথ্যানুযায়ী এবারের বন্যায় জেলার ৭ উপজেলার ৭ হাজার ৫০টি পুকুর ও খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২৯০টি পুকুর ও ৭৬০টি খামার রয়েছে। বন্যায় খামারের ২ হাজার ৬০ মেট্রিক টন মাছ ও ১ কোটি ১১ লাখ পোনা ভেসে গেছে। অবকাঠামোগত ক্ষতি ২ কোটি ৬০ লাখ ৬৯ হাজার টাকার।

    এখলাছপুর,জহিরাবাদ ও মোহনপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের রাস্তা-ঘাট মেরামত করে জনসাধারনের চলাচলের উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাঁদপুর – ২ আসনের  মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল ও সংশ্লিস্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এখলাছপুর,জহিরাবাদ ও মোহনপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জনগণ ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ