প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২০ , ৬:১০:১৩ প্রিন্ট সংস্করণ
মো.তুহিন ফয়েজ-চাঁদপুর জেলা রিপোর্টারঃ
মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকি গ্রামে সিঙ্গাপুর আওয়ামীলীগ কর্তৃক করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়েপড়া গরীব অসহায় ৫শত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ৷
১৯ সেপ্টেম্বর শনিবার সকালে সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকি হাসপাতাল সংলগ্ন মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, চাদঁপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল ৷
তিনি বলেন- দেশের বন্যা দুর্গত এলাকায় দুর্দশনায় পড়া মানুষের জন্য ত্রাণের যেন ঘাটতি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
কোনোভাবেই মানুষের যেন কোনো ক্ষতি না হয় এবং রিলিফের যেন কোনো ঘাটতি না হয়। ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করেন, মানুষের পাশে তাদের থাকতে হবে।
প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা সবসময় ছিলেন এবং এখনো আছেন ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যখন যা দরকার তাই দিচ্ছে সরকার ৷ বন্যায় ক্ষতিগ্রস্ত একজন লোকও না খেয়ে থাকবেনা ৷
সিঙ্গাপুর আওয়ামীলীগের সভাপতি সালা উদ্দিন রানা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সিরাজুল ইসলাম লসকর,ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হাসান বাতেন বাবু, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর সরকার,সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিঙ্গাপুর আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি ফয়েজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মালয়োশিয়া যুবলীগের সহ- সভাপতি আরিফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ- সম্পাদক বাদশা শাওন, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক খোকন প্রমুখ ৷
এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ নেতা প্রকৌশলী মজিবুর রহমান, নজরুল ইসলান খোকন,কেন্দ্রীয় যুবলীগ নেতা জামাল হোসেন নাহিদ,মতলব উত্তর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি করিম সরকার,ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷