প্রতিনিধি ২১ অক্টোবর ২০২০ , ২:৩৫:৫১ প্রিন্ট সংস্করণ
মো. তুহিন ফয়েজ:
মতলব উত্তরে এক বোনের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে ভাইদের বিরুদ্ধে। বোন মিরা আক্তার ভাইদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বড় মরাদোন গ্রামের তফাজ্জল হোসেনের মেয়ে মিরা আক্তার ওয়ারিশ সুত্রে ব্যাসদী মৌজার ১৩০৪৮ ও ১৩০৪৩ দাগে ১১০ শতক জমির সম্পত্তির মালিক হয়ে তার ছেলে এবং মেয়েকে হেবানামা দলিল মুলে লিখে দেয়। এতে মিজানুর রহমান ¯^পনসহ মিরার ভাইগন এবং অঞ্জু বেগম, অহিন মিয়া, নান্নু সরকার পারভীন বেগম ক্ষিপ্ত হয়ে মিরাকে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে শালিশ বৈঠকে সিদ্ধান্ত হয় উভয় পক্ষের কাগজপত্র নিয়ে কিছুদিন পরে পুনরায় বৈঠক বসে সমাধানের চেষ্টা করা হবে। কিন্তু বিবাদী পক্ষ তা উপেক্ষা করে নালিশা জমিতে মাটি কেটে দখলের চেস্টা করে। এতে বাদীপক্ষের প্রায় ৭৫ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
বাদীর স্বামী আঃ কুদ্দুস মিয়া বলেন, আমার স্ত্রীর ওয়ারিশান সম্পত্তি সঠিকভাবে বুজিয়ে দেয়নি। বরং উল্টা আমাদের সবাইকে হুমকি ধামকি দিচ্ছে। উপায়ন্তর না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি।