প্রতিনিধি ২০ জুলাই ২০২০ , ৯:৪৬:২৩ প্রিন্ট সংস্করণ
মো.তুহিন ফয়েজ:
মতলব উত্তরে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে পুনঃখননকৃত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত, খাবার বিতরণ ও গাছের চারা রোপন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে ঘনিয়ারপাড়ে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।
উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নূর মোহাম্মদ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক, দূর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন।
পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন ফরাজী রতন, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, আশরাফুল আলম মিলন, ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক জামান সরকার’সহ নেতৃবৃন্দ।