• Uncategorized

  মতলব উত্তরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২১ , ৩:৩৪:৩৫ প্রিন্ট সংস্করণ

  মো. তুহিন ফয়েজ:

  মতলব উত্তরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে৷
  গতকাল ১৭ এপ্রিল দুপুরে মতলব উত্তর উপজেলার পুর্ব ফতেপুর ইউনিয়নের নান্দর কান্দি গ্রামে বাড়ীর পাসের পুকুরে পানিতে ডুবে তিত্ব ( ৪) নামে ঐ শিশুর মৃত্যু হয় ৷

  দুপুর দেড়টায় তিত্ব তার নানী অচ্ছনা রানী সরকারের সাথে বাড়ীর পাসে ফিসারীতে গোসল করতে যায় নানী অচ্ছনা রানী গোসল করে ভুলবসত তার নাতি তিত্বকে ফেলে বাড়ী চলে যায় এবং কিছুক্ষণ পর নাতির কথা স্বরণ হলে বাড়ী ঘরে নাতিকে খুজে না পেয়ে পুনরায় পুকুর পার গিয়ে নাতি তিত্বর ভাসমান লাশ দেখতে পান তাকে পানি থেকে তুলে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন ৷ তিত্বর পিতা প্রবির ঘোষ সুজাতপুর বাজারে একজন মটর সাইকেল গ্যারিজ মালিক বলে জানা গেছে ৷

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ