প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২০ , ১১:৫৮:৫৬ প্রিন্ট সংস্করণ
মো.তুহিন ফয়েজ:
মতলব উত্তর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের ২ চেয়ারম্যান ও ৩ সাধারণ সদস্য শূন্য পদের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র যাচাই-বাচাই ২৬ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
জহিরাবাদ ও সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোহনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড, ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড এর সদস্যগণ মৃত্যুবরণ করলে এ পদগুলো শূন্য হয়ে যায়।
মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন মিয়া বলেন, সুষ্ঠু সুন্দর ও গ্রহনযোগ্য নির্বাচন গ্রহনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।