• Uncategorized

    মতলব উত্তরে নদীর তীর রক্ষায় জিও ব্যাগ কাজের পরিদর্শন

      প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২০ , ১২:৫১:২১ প্রিন্ট সংস্করণ

     

     

    মো.তুহিন ফয়েজ:

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের মালোয়পাড়া এলাকায় নদীর তীর রক্ষা বাঁধে জিও ব্যাগ কাজের পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ।বুধবার দুপুরে নদীর তীর রক্ষায় জিও ব্যাগে বালি ভরে ফেলার কাজ আকস্মিক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ।

    এ সময় ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, সচিব গৌতম চন্দ্র, ইউপি সদস্য রহিমা বেগম, শেফালী বেগম, মো. বোরহান উদ্দিন, ফুলচাঁন বর্মন, মো. দারুল ইসলাম, মো. শাহজাহান মিয়া, মিজানুর রহমান’সহ সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ বলেন, নদীর ভাঙন দেখা দিয়েছে তার প্রতিরোধ করার জন্য বালু ভর্তি জিও ব্যাগ চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. নূরুল আমিন রুহুলের প্রচেষ্টায় ফেলার ব্যবস্থা করা হয়েছে।তিনি আরো বলেন, তীর রক্ষায় স্থানীয় বাসিন্দাদের আরো উদ্যোগী হতে হবে। একটু সমস্যা দেখা দিলেই সাথে সাথে তা রক্ষায় কাজ করতে হবে। ইউএনন স্নেহাশীষ দাশ কাজের গুণগত মান বজায় রেখে কাজ করার নির্দেশ দেন ঠিকাদারী প্রতিষ্ঠানকে। কাজে কোন গাফলতি হলে মেনে নেয়া হবে না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ