• Uncategorized

    মতলব উত্তরে টাইগার ক্লাবের টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ 

      প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২১ , ৭:০৭:২৯ প্রিন্ট সংস্করণ

    মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সাদেক নগরে টাইগার ক্লাব কর্তৃত আয়োজিত টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ২১ ফেব্রুয়ারী রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন  ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, ঢাকা মহানগর উত্তর গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম। 

    তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলার মাধ্যমে জীবনের স্বপ্ন পূরন করা যায়। বিশ্বের দরবারে নিজেকে ও দেশকে উচ্চতার শিখরে আরোহন করা যায়। তাই সকালে অনুরোধ করছি, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। তাহলেই যুব সমাজ এগিয়ে যাবে।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ছেংগারচর ছেংগারচর পৌরসভার কাউন্সিলর আহসান হাবিব, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন। এসময় অন্যান্য নেতা কর্মীসহ স্থানীয় গন্যমান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত খেলায় অংশগ্রহণ করেন -কুমিল্লা ভিক্টোরিয়া ও চিটাগাং ভাইকিং নামের দুটি ক্লাব। এতে চিটাগং ভাইকিংস ৪৩ রানে জয়ী হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ