প্রতিনিধি ৭ মার্চ ২০২১ , ১০:৪৮:৩৭ প্রিন্ট সংস্করণ
মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৭ মার্চ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাসের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি আফরোজা হাবিব শাপলা, উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন, মতলব উত্তর থানার ওসি তদন্ত মোহাম্মদ মাসুদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রতন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিয়াজি, মতলব উত্তর প্রেসক্লাবেরব সভাপতি বোরহান উদ্দিন ডালিম।
উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাস বলেন, সারাদেশের ন্যায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের সূচনা হয় ৭ মার্চের ভাষনের মধ্য দিয়ে। ওই ভাষণই এদেশের স্বাধীনতার মুলমন্ত্র। এর মাধ্যমে দেশ শত্রুমুক্ত হয়। জাতি পায় নিজ স্বত্ত্বা। নতুন প্রজন্মকে এসব ইতিহাস জানতে হবে, তাদের মাঝে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস,মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। সেজন্য বেশী বেশী পড়াশোনার মধ্য দিয়ে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।