• Uncategorized

    মতলব উত্তরের মোহনপুর ইউপির নির্বাচিত ইউপি সদস্যর সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২০ , ১২:২৯:৪০ প্রিন্ট সংস্করণ

    মোঃ তুহিন ফয়েজঃ

    মতলব উত্তরের মোহনপুর ইউপি’র সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে নির্বাচিত ইউপি সদস্যর সমর্থকদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ৷

    ২০ অক্টোবর মঙ্গলবার উপজেলার মোহনপুর ১নং ওয়ার্ড সাধারন সদস্য পদে নির্বাচনে বিল্লাল হোসেন তপাদার বিজয় ঘোষনা করা হলে কেন্দ্র থেকে তার লোকজন  যাওয়ার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজহারুল ইসলাম সেলিমের পক্ষের  বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময়  নির্বাচিত প্রার্থীর ১০ জন সমর্থক আহত হয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, মোহনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উপ-নির্বাচন নির্বাচিত প্রার্থী স্থানীয় যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার সমর্থকরা ভোট কেন্দ্র থেকে রাত ৭  টায় বিজয়ী ঘোষনা নিয়ে বাড়ি যাচ্ছিলো এ সময় মোহনপুর  বিশেষ বাড়ীতে অবস্থানরত বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায়। এক পর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে মোহনপুর ও মুদাফর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়।

    ঘটনার কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক  কাজী মিজানুর রহমান রাতে সাংবাদিক সম্মেলন করেন। বিজয় প্রার্থী বিল্লাল হোসেন তপাদারের সমর্থক-কর্মীদের শান্তিপূর্ণ বজায় থাকার জন্য অনুরোধ করেছেন। সাংবাদিক সম্মেলনে কাজী মিজানুর রহমান মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুলতানাবদ এবং জহিরাবাদ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদে নৌকার বিজয় হওয়ায় মোহনপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান ৷

    সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ আহসান উল্লাহ হাসান,  মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই প্রধান, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা কাজী গোলাম হোসেন মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মোহনপুর ইউপির ১নং ওয়ার্ডের  নবনির্বাচিত  ইউপি সদস্য বিল্লাল হোসেন তপাদার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ