• Uncategorized

    মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মহিলালীগের সম্মেলন অনুষ্ঠিত 

      প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২০ , ১২:২৬:৫৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ তুহিন ফয়েজ-চাঁদপুর জেলা:

    মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মহিলালীগের সম্মেলন অনুষ্ঠিত

     

    শেখহাসিনা সরকার মহিলাদেরকে সম্মানের আসনে বসিয়েছেন

    —–কাজী মিজানুর রহমান

    মতলব উত্তর উপজেলার  মোহনপুর ইউনিয়নের  ২ নং ওয়ার্ড মহিলালীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৷

    ২৫ সেপ্টেম্বর শুক্রবার  বিকেলে মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশিস্ট শিল্পপতি,সমাজসেবক , আওয়ামীলীগ নেতা ও মোহনপুর পর্যটন কেন্দ্র লিমিটেড এর চেয়ারম্যান কাজী মিজানুর রহমান,

    তিনি বলেন- বাংলাদেশের চার বারের নির্বাতিচ  সরকার জননেত্রী শেখহাসিনা  মহিলাদেরকে সম্মানের আসনে বসিয়েছেন  তাই প্রত্যাক মহিলাদেরকে আওয়ামীলীগ করা দরকার৷

    তিনি আরোও  বলেন, ‘সমাজে যদি নারী পড়ে থাকে, তাহলে সেই সমাজ মাথা তুলে দাঁড়াতে পারবে না। সে জন্যই নারীদের অধিকার সুরক্ষিত করে তাঁদের সুযোগ সৃষ্টি করে দেওয়া, কর্মক্ষেত্রসহ সব ক্ষেত্রেই তাঁদের বিচরণ যাতে নিশ্চিত হয়, সেটাই আমাদের প্রধানমন্ত্রীর  লক্ষ্য, আর সে কাজটাই আমরা করে অনেক দূর এগিয়ে গেছি।’

    ‘অনেক উন্নত দেশে যা পারে না, বাংলাদেশের মেয়েরা তা পারে, সেটাও আমরা প্রমাণ করে দিয়েছি। কাজেই এটাই চাই, আপনারা আমাদের বোনেরা একটা আত্মবিশ্বাস নিয়ে আত্মমর্যাদা নিয়ে চলবেন। তারপরও পরিবারের প্রতি যে দায়িত্ব, সেটাও যথাযথভাবে পালন করবেন। কারণ, কথাই তো আছে সংসার সুখের হয় রমণীর গুণে—এ কথাটাও যেন আমরা ভুলে না যাই।’

    মোহনপুর ইউনিয়ন মহিলালীগের সভানেত্রী মানছুরা বেগম হাওলাদারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আহসান উল্লাহ হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে  বক্তব্য রাখেন-মতলব উত্তর  থানা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান,মোহনপুর ইউনিয়ন যুবলীগের সহ- সভাপতি হুমায়ুন কবির,  সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন,সাধারণ সম্পাদক শামীম,১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উজ্জল মৃধা  সহ মহিলা লীগের নেতৃবৃন্দ  ৷

    সম্মেলনে মোহনপুর ইউনিয়ন যুবলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷

    সম্মেলন শেষে  মোহনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের  ফারুল বেগমকে সভাপতি   কোহিনুর বেগমকে সাধারণ সম্পাদক ও  ডেলসি বেগম কে  সাংগঠনিক সম্পাদক করে ২নং ওয়ার্ড মহিলা লীগের  ৫১ সদস্য বিশিস্ট  কমিটি গঠন করা হয় ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ