প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৬:০৮:৪৮ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ ভুল করে
লেখকঃশিহাব আহম্মেদ
তুমি ভুল করেও যদি
কখনো ডাকো আমায়
প্রতিত্যুর নিতে সামান্যতম
হয়না কো আমার দেরি
আমি সব ফেলে দিয়ে
তোমার পানে দেই ছুট
তোমার নজর সরে গেছে
জীবন বড় বেশি অদ্ভুত।
আমি তোমার পথে
একা একা পথ চেয়ে
কাটাই শত সহস্র বছর
তুমি ভুলে গেছো আমায়
হঠাৎ কোন এক ঝড়ে
যদি মনে পড়ে আমায়
চেয়ে দেখে নিও তুমি
ভাবছি বসে তোমায়।
তোমার অঙ্গুলি ছুঁতে
হিমালয় দেই পারি আমি
তোমার দৃষ্টিপানে চেয়ে যেন
আমি হেমলককে অমৃত ভাবি
কোন প্রলোভনে আমি কভু
দেইনিকো ভুলেও সাড়া
তোমাতে হারাতে চাই না আমি
আমি যে বড়বেশি দিশেহারা।