প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২১ , ৪:৪৪:৪০ প্রিন্ট সংস্করণ
ভালুকা পৌরসভার নির্বাচিত মেয়র ডাঃ এ,কে,এম, মেজবাহ উদ্দিন কাইয়ুম ময়মনসিংহের ভালুকা পৌরসভায়, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী টানা তৃতীয় বারের মতো ভালুকা পৌরসভার নব নির্বাচিত মেয়র হয়েছেন ডাঃমেজবাহ উদ্দিন কাইয়ুম
ফলাফল :নৌকা ১৩৭৯৪ ভোট
ধানের শীষ ৪১০৯ ভোট।
ভালুকা পৌর নির্বাচনের কমিশনার পদের ফলাফলঃ
১নং ওয়ার্ডঃ? মোঃ দুলু মিয়া
২নং ওয়ার্ডঃ? মোঃ হুমায়ুন কবির
৩নং ওয়ার্ডঃ? মোঃ রমিজ মেলেটারি
৪নং ওয়ার্ডঃ? মোঃ সবুজ
৫নং ওয়ার্ডঃ? মোঃ শফিকুল ইসলাম
৬নং ওয়ার্ডঃ? মোঃ হাতেম
৭নং ওয়ার্ডঃ? মোঃ সাহাব উদ্দিন
৮নং ওয়ার্ডঃ? মোঃ নজরুল
৯ নং ওয়ার্ডঃ? মোঃ হুমায়ুন মুন্সি
মহিলা সংরক্ষিত আসনে ১,২,৩নং ওয়ার্ডে মোছাঃ রিনা আক্তার, ৪,৫,৬নং ওয়ার্ডে মোছাঃ রহিমা আক্তার এবং ৭,৮,৯নং ওয়ার্ডে মোছাঃ সোমা আক্তার।
নব নির্বাচিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন, বাংলাদেশ আওয়ামীলীগ ভালুকা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ভালুকা উপজেলা শাখার বাংলাদেশ আওয়ামীলীগ এর সহযোগী সংগঠেনের নেতৃবৃন্দ। ভালুকার পৌর আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠেনের নেতৃবৃন্দ।