প্রতিনিধি ২৩ জুলাই ২০২২ , ৩:৩৫:০৪ প্রিন্ট সংস্করণ
আগামী ২৫-২৭ জুলাই ২০২২ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান/স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষায় রাবি ক্যাম্পাসে আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা-সহ নির্বিঘ্নে পরীক্ষা শেষ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আরএমপি’র সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. গোলাম সাব্বির সাত্তার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মো: মজিদ আলী বিপিএম, ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: সাজিদ হোসেন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।