প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ১:৩৯:৩৩ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ১০২টি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।মুজিব শতবর্ষে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত নতুন ঘর হস্তান্তর উপলক্ষে আজ শনিবার (২৩ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনিক চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সারাদেশে এক যোগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এর পর সরাইল উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১০২ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২এর অধীনে নির্মিত নতুন ঘর হস্তান্তর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল, ভাইস চেয়ারম্যান (মহিলা) রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।