প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ২:০৮:১৩ প্রিন্ট সংস্করণ
মোঃ নুরুজ্জামান-বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি:
খুলনা জেলা জাতীয়তাবাদী যুব ঐক্য দলের সভাপতি আবিদ আলম রাহাত পাইকগাছা এলাকায় বেড়িবাদের কাজ শেষ করছেন। ঘুড়নি ঝড় আম্পানে পাইকগাছা এলাকায় বেড়িবাদ ভেঙ্গে গিছিলো।
অনেক পরিশ্রমে করে সেই বেড়ি বাধের কাজ করলেন জাতীয়তাবাদী যুব ঐক্য দলের সভাপতি আবিদ আলম রাহাত ও জাতীয়তাবাদী যুব ঐক্য দলের নেতা ও সদস্য বৃন্দ। এবং সেই সাথে এই মহামারি করোনা ভাইরাসের খাদ্য উপহার দিলেন।