• Uncategorized

  বেলা নগরে সুখ চা -লেখকঃ শিহাব আহম্মেদ

    প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৬:৩০:১৮ প্রিন্ট সংস্করণ

  কবিতাঃ-বেলা নগরে সুখ চা
  লেখকঃ শিহাব আহম্মেদ

  বন্ধুরে! আমার এক টুকরো হাঁসি চাই
  যেখানে নীল খামে জমানো বেদনারা আড়াল হবে,
  যেখানে হৃদয় ভাঙার শব্দে আর কেউ কাঁদবেনা!

  বন্ধুরে!ঠিক কতটা ক্ষত হলে এই হৃদয় পুড়ে
  যার পুড়ে ঠিক সেই বুঝে অন্য কেউ বুঝবেনা!
  যেখানে বাহিরে প্রকাশ্য হাঁসিমুখ অন্তরে অসুখ!

  বন্ধুরে! হৃদয় ভাঙার দহনে কত মানুষ পুড়ে মরে,
  কইলজায় হাজারো কষ্ট আত্ন হত্যা করে যন্ত্রণায়!
  কত হতভাগারা অন্তর পুড়ে কিন্তু ভস্ম হয়না রে!

  বন্ধুরে!কেনো অন্তর হস্তি থেকে বারংবার বৃষ্টি নামে,
  কেনো দাবানলের মতো বিনাশ দেখি শকুনের ঘাটে!
  সুখ কী লুকিয়ে আছে আমার ধ্বংস দেখার নামে রে!

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ