প্রতিনিধি ৫ আগস্ট ২০২৩ , ৭:৪৮:৫৩ প্রিন্ট সংস্করণ
জুনায়েদ কামাল-নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বেগমগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন সোহেল- এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব মোঃ ইয়াসির আরাফাত, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, বেগমগঞ্জ উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি, উপজেলা ভূমি সহকারী কমিশনার আসিফ আল জিনাত
আরো উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিঠু, সাংবাদিক পিন্টু খান, জুনায়েদ কামাল, ফারহানা ঝুমুর সহ আরো অনেকে।এ সময় বক্তারা বলেন, শেখ কামাল একাধারে যেমন দেশের সেরা ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াবিদ ছিলেন, তেমনি ছাত্র হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। পড়াশোনার পাশাপাশি তিনি মনেপ্রাণে দেশীয় সংস্কৃতি লালন এবং চর্চা করতেন। খেলাধুলা, সংগীত, অভিনয়, বিতর্ক, উপস্থিত বক্তৃতা ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই তাঁর অবদান ছিল অনস্বীকার্য। অনুষ্ঠানে বক্তারা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গৃহীত সব অনুষ্ঠানের সফলতা ও তার রুহের মাগফিরাত কামনা করেন।