• Uncategorized

  বৃক্ষ রোপণ অভিযান ও বিতরণ কর্মসূচী-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

    প্রতিনিধি ৪ আগস্ট ২০২০ , ৪:৫৮:৩২ প্রিন্ট সংস্করণ

  নাহিদ সুমন-জীবননগর চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

  আজ ০৪/০৮/২০ ইং রোজ মঙ্গলবার ভিলেজ ফ্যামেলি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্তৃক  আয়োজিত বৃক্ষ রোপন অভিযান ও বিতরণ কর্মসূচী ছায়াতলে  উথলী, কেডিকে, মনোহরপুর ইউনিয়নে ভেষজ,বনজ ও ফলজ বৃক্ষ রোপনে সবাইকে উৎ বুদ্ধ করাহয়।  

  আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জীবননগর উপজেলার  প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম.মুনিম লিংকন, ভিলেজ ফ্যামেলি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর চেয়ারম্যান মোঃ আল আমিন ও এলাকার সুধী জনেরা।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ