প্রতিনিধি ১০ আগস্ট ২০২০ , ৮:০৪:০১ প্রিন্ট সংস্করণ
নাহিদ সুমন-জীবননগর চুয়াডাঙ্গাঃ
আজ ১০/০৮/২০২০ইং রোজ সোমবার জীবননগর-কালিগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় সকাল ১১ টার দিকে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঝিনাইদহ কালিগঞ্জ-জীবননগর মহাসড়কের মেসার্স লিমা ফিলিং স্টেশনের পাশে ঝিনাইদহ জেলার শেষ সিমানা জোড়া মাইল নামকস্থানে কালিগঞ্জ থেকে ছেড়ে আশা অয়ন পরিবহন ( যাত্রী বাহী বাস) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ মাঝপাড়ার মৃতঃ-গোলাম মন্ডলের ছেলে মোলি মন্ডল (৬০)কে বাসটি চাপা দেয়।মোলি মন্ডল ঘটনাস্থলে মারা যায়।সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মহেশপুর এবং জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং স্থানটি ঝিনাইদহ জেলার সিমানায় মধ্যে পড়ায় লাশটি মহেশপুর থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।