• Uncategorized

    বিশ্বনাথে মাদকবিরোধী আলোচনা সভা ও ৯নং ওয়ার্ড কমিটির অভিষেক সম্পন্ন:

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২১ , ৬:৪৯:০৯ প্রিন্ট সংস্করণ

    বিশ্বনাথে মাদকবিরোধী আলোচনা সভা ও ৯নং ওয়ার্ড কমিটির অভিষেক সম্পন্ন:

    “যুব সমাজ ও স্বাস্থ্য’ আর ‘স্বাস্থ্য নিয়ে ভাবুন মাদক পরিহার করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ‘মানস’ লামাকাজী ইউনিয়নের ৯নং ওয়ার্ড কিমিটির উদ্যোগে ‘মাদকবিরোধী’ আলোচনা সভা ও ওয়ার্ড কমিটির অভিষেক অনুষ্টান সম্পন্ন হয়েছে।

    শনিবার ২০ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকার সময় স্হানীয় ইউনিয়নের আকিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখের মাঠে এ সভা অনুষ্টিত হয়।
    অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

    ‘মানস’ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, একুশে পদক প্রাপ্ত শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অরুপরতন চৌধুরী’র সভাপতিত্বে আকিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু রায় হিমেল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী পোলক ভট্টাচার্য্য, লামাকাজী রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি ডা মো: শাহনুর হোসাইন, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম দুলাল,’মানস’ সিলেট জেলার সভাপতি হেলাল আহমদ।

    আরো বক্তব্য প্রদান করেন মদন মোহন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক মিহির মোহন, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ডের ইউনিয়ন সদস্য ফয়ছল আহমদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক এনাম, মুন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক আমিনুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর রব, বিশিষ্ট সমাজসেবক মো: ফরিদ মিয়া।

    শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন অত্র গ্রামের মো: জমির উদ্দিন এবং গীতা পাঠ করেন মঙ্গলগিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বাদল আচার্য্য।
    শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ‘মানস’ এর সদস্য মো: আশরাফুল আলম ও মো: সালাহ উদ্দিন।
    সভাপতিকে উদ্দেশ্য করে স্বরচিত কবিতা পাঠ করেন ‘মানস’র ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কবি সাহিত্যিক সুমন বিপ্লব।

    এসময় উপস্হিত ছিলেন মানস’ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, একুশে পদক প্রাপ্ত শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অরুপরতন চৌধুরী’র সহধর্মিনী গৌরি দেবী চৌধুরী, লামাকাজী ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো: সামছ উদ্দিন সমছু, ‘মানস’র ৯নং ওয়ার্ড সভাপতি মো: লালা মিয়া, সাধারন সম্পাদক অন্জু আচার্য্য, লামাকাজী ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগের সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন রাজাপুর গ্রামের মুরব্বি খালিক মিয়া চৌধুরী, হাজারী গাঁও গ্রামের তরুন সমাজসেবক লাহিন আহমদ, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, মিডিয়া কর্মীসহ প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ