প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২১ , ৪:৪৮:৪৯ প্রিন্ট সংস্করণ
সিলেটের বিশ্বনাথে লতিফিয়া ইসলামী সুন্নী সমাজ কল্যাণ সংস্হা টেংরার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষ্যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্টান ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার ৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব স্হানীয় উপজেলার টেংরা বড় মসজিদ সংলগ্ন মাঠে এ সাংস্কৃতিক অনুষ্টান ও আলোচনা সভা অনুষ্টিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আমজুমানে আল ইসলাহ’র মহাসচিব মুফতি এ,কে,এম মনোহর আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সিলেট জেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, মাসিক অভিযাত্রিক এর সম্পাদক কবি রফিকুল ইসলাম মুবিন, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষক মাওলানা ছাদিকুর রহমান,
এসময় উপস্হিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ রাজন, সাংবাদিক মো: আব্দুল হালিম সহ প্রমুখ।
রিসালাহ সাংস্কৃতিক সংসদ এর সহকারী প্রধান ফরহাদ আহমদ এর উপস্থাপনায় মনমোগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টানে ইসলামী সংগীত পরিবেশন করেন রিসালাহ সাস্হকৃতিক সংসদ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।
সংগীত পরিবেশন করেন সবুজ কুড়ি’র পরিচালক সুলতান আহমদ, কলরব এর সদস্য আহমদ আহমদুল্লাহ, রিসালাহ এর পরিচালক আব্দুল ওয়াদুদ ময়নুল, মুচকি হাসির পরিচালক সুফিয়ান বিন এনাম ও ফেন্জুগন্জের জায়ান শিল্পী গোষ্টিসহ স্হানীয় ইসলামিক সংগীত শিল্পীবৃন্দ।