প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ১১:১০:৫৮ প্রিন্ট সংস্করণ
বিশ্বনাথে এ এ ট্রাষ্ট ইউকের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ সম্পন্ন সিলেটের বিশ্বনাথ উপজেলায় যুক্তরাজ্য ভিত্তিক এ এ ট্রাষ্টের উদ্যোগে ২নং খাজাঞ্চী ইউনিয়নে অসহায় সম্বলহীন শীতার্তদের মাঝে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার ১৫ জানুয়ারী বাদ জুম্মা স্হানীয় ইউনিয়নের পাকিছিরি গ্রামে এ শীত বস্ত্র (কম্বল) বিতরন অনুষ্টিত হয়। উক্ত ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি যুক্তরাজ্য প্রবাসী লোকমান উদ্দিনের আর্থিক সহায়তায় ২৩০ জন এলাকার গরীব সম্বলহীন অসহায় শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উক্ত ট্রাষ্টের সদস্য মো: জসিম উদ্দিন, আনজুমানে আশিকানে মুস্তফা (স:) এর সভাপতি মাওলানা আব্দুল করিম, মো: ফেরদৌস মিয়া, মো: তানজিল উদ্দিন, তৌছিফ উদ্দিন, জাবের আহমদ, আনজুমানে আশিকানে মুস্তফা (স:) এর সভাপতি মাওলানা আব্দুল করিম, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সায়েস্তা মিয়া, সংবাদিক মো: আব্দুল হালিম, প্রবাস বাংলা ইউকে চ্যানেলের প্রতিনিধি কবির আহমদ, মিডিয়া কর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।